বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

গর্ভে সন্তান জেনেও যে ‘বদভ্যাস’ ছাড়তে পারেননি রানি মুখার্জি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৬ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের বহুস্টার রয়েছেন, যারা সিগারেটে আসক্ত। আর তা নিয়ে প্রকাশ্যে কথা বলতে পিছপা হন না কেউই। শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগণ, সকলেই ছিলেন চেইন স্মোকার। সেই তালিকায় মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ।

তিনিও প্রথম থেকেই সিগারেটের নেশায় ডুবে থাকতেন। বারে বারে মায়ের মানা করার সত্ত্বেও তিনি ছাড়তে পারতেন না। এমন কি তিনি বারে বারে ছাড়ার চেষ্টা করেও পারেননি। কারণ হিসেবে জানান, বিভিন্ন অস্বস্তিতে ভুগতেন তিনি।

মায়ের চোখের আড়াল হলে রানি মুখার্জি বাথরুমে গিয়ে ধূমপান করতেন। শুধু তাই নয়, রীতিমতো ডিয়োড্রেন্ট ব্যবহার করতেন।

তবে সন্তানসম্ভবা হওয়ার পর চেষ্টা করেছিলেন ধূমপান ছাড়তে। একাধিকবার সাক্ষাৎকারে এসে নিজের এই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন রানি।

জানিয়েছিলেন, কতটা খারাপ পরিস্থিতি দিয়ে গিয়েছিলেন তিনি। প্রতিটা মুহূর্তে সিগারেট ছাড়া থাকতেই পারতেন না। তবে শেষে সন্তানরে কথা ভেবে স্থির করেন ধূমপান কমিয়ে দেবেন। রাতারাতি তা সম্ভব হয়নি।

তবে গর্ভে যখন সন্তান, তখন আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি। অবশেষে স্থির করেন, একটু একটু করে সরে আসবেন এই নেশা থেকে। সেই চেষ্টাই করতে থাকেন। আর একটা সময় পর তিনি এই নেশা একেবারেই ত্যাগ করে ফেলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102