সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপার লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে লাল-সবুজের যুবারা।
এদিন ম্যাচের প্রথমার্ধজুড়েই আধিপত্য বিস্তার করেছে নেপাল। বল পজেশন ও আক্রমণে স্বাগতিকরাই এগিয়ে ছিল। অন্যদিকে বেশকটি কাউন্টার অ্যাটাক চালালেও সেই রকম সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বল জালে জড়ায় বাংলাদেশ। ইনজুরির ৪৭তম মিনিটে বাংলাদেশি ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে ফাউল করেন স্বাগতিকরা। সঙ্গে সঙ্গেই বাজি বাজান রেফারি।
এরপর বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করেন মিরাজুল। সাইড পোস্টে লেগে জালে জড়ায় বল। শেষ পর্যন্ত এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
নিউজ /এমএসএম