বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :

বন্যাকব‌লিত ৩ জেলায় ৫২ লাখ টাকা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৪ এই পর্যন্ত দেখেছেন

চলমান বন্যায় ১১ জেলায় মোট ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৭ লাখ এক হাজার ২০৪ জন। বর্তমান বন্যায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুইজন।

সোমবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বন্যা কব‌লিত তিনটি জেলা ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালীর ১২ হাজার মানুষকে সহায়তার জন্য ৩৩ হাজার পাউন্ড (প্রায় ৫২ লাখ টাকা) জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ‌্য সরকার।

সোমবার ঢাকায় ব্রিটিশ হাইক‌মিশন তা‌দের এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পো‌স্টে এ ঘোষণার কথা জানায়। এতে বলা হ‌য়েছে, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ৩৩ হাজার পাউন্ড জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে। এই অর্থ সহায়তা অতীব গুরুত্বপূর্ণ উদ্ধার কার্যক্রম, খাদ্য, নগদ অর্থ ও স্বাস্থ্যবিধি সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

এটি বাস্তবায়নে সাহায্য করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102