যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে নির্মম হত্যাকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) হত্যাকারী তার পরিবারের ৫ জনকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করে।
পুলিশ জানিয়েছে, সায়োসেটের ওয়াইয়োমিং কোর্টের ছোট নীল একটি বাড়িতে ৪ জনকে গুলি করে হত্যা করা হয়। পরে বন্দুকধারী নিজেকে বাড়ির সামনে লনে গুলি করে আত্মহত্যা করেন। খবর নিউইউর্ক পোস্টের।
প্রতিবেদনটিতে স্থানীয় রিয়েল এস্টেট এজেন্ট মেরি ম্যাকালুসোর বরাতে জানানো হয়, নিহতের মা সম্প্রতি মারা গেছেন, এবং তারা বাড়িটি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি জানান, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি দেখতে যাওয়ার কথা ছিল, তবে পৌঁছানোর আগেই রাস্তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ম্যাকালুসো বলেন, ওই মহিলার মৃত্যুর পর তার সন্তানেরা সবাই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এসেছিল। এসময় তারা আমাকে বাড়িটি দেখতে বলেছিলেন যাতে বিক্রির আগে করণীয় সবকিছু ঠিক করতে পারি। বাড়িটির মূল্য আনুমানিক ৯ লাখ ডলার, এবং এটি দ্রুত বিক্রির পরিকল্পনা করছিল তারা। কারণ ওই পরিবারের ২ জন সদস্য ফ্লোরিডা থেকে এসেছিলেন এবং তাদের শিগগিরই ফিরে যাওয়ার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, নিহত চারজনকেই বাড়ির ভেতরে পাওয়া গেছে। বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বাড়ির লনে । বাড়িটির মালিক থেরেসা মার্থা ডেলুসিয়া, যিনি গত সপ্তাহের শুরুতে ৯৫ বছর বয়সে মারা যান।
নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড ও আত্মহত্যা বলে মনে হচ্ছে। আমরা নিশ্চিত যে লনে থাকা ব্যক্তিই অন্য সবাইকে হত্যার পর নিজেকে গুলি করে হত্যা করেছেন।
নিউজ /এমএসএম