শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

এনবিআর চেয়ারম্যানকে অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২১ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এনবিআরের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারাও।

সোমবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে আগারগাঁও এনবিআর ভবনের সামনে বিক্ষোভ করেন সংস্থাটির আয়কর, মূল্য সংযোজন কর (মূসক), ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মচারীরা। দুপুর ১২টা ৩০ মিনিটে তাদের কর্মসূচি শেষ হয়েছে। এছাড়া এনবিআরের সব কর্মচারী সকাল থেকে কর্মবিরতি পালন করছেন।

সেই সঙ্গে বিগত সরকারের আমলে এনবিআরের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীরা পদোন্নতির দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এনবিআর ভবনের ভেতরে দেখা গেছে, প্রায় সব কক্ষই ফাঁকা। কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা কার্যালয়ে এলেও পরে চলে গেছেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এনবিআর কার্যালয়ে আর আসেননি।

এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) আয়কর এবং শুল্ক ও ভ্যাট এই দুটি শ্রেণির বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠনও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিবৃতি দিয়েছে। এনবিআর চেয়ারম্যান বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বপালন করছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102