বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মৌলভীবাজার শহরের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোমলপানীয় ও নাস্তা বিতরণ করা হয়।
মৌলভীবাজার সদর ও রাজনগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর মীর এর সার্বিক তত্ত্বাবধায়নে রোববার ১১ আগষ্ট দুপুরে শহরের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের হাতে তা তুলেদেন সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে কোমলপানীয় ও নাস্তা উপহার পেয়ে প্রচন্ড রোধে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা খুশি হন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান।
এসময় মেজর মীর জেলার আইনশৃঙ্খলা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের মতো সকলের সহযোগিতার আহবান জানান। এছাড়াও তিনি সড়কের শৃঙ্খলা ধরে রাখতে কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়নোর অনুরোধ জানান। তিনি শিক্ষার্থীদের দেশ গড়ার জন্য তাদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত নানা কাজের ভূয়সী প্রশংসা করেন।
নিউজ /এমএসএম