সরকার পতনের এক দফা দাবিতে আজ রবিবার গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে জড়ো হয়ে আজ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল শুরু হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
শনিবার রাত সাড়ে ১২টায় ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন আইএবি মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ।
অধ্যক্ষ ইউনুছ বলেন, ‘ছাত্রদের অসহযোগ আন্দোলনে সর্বাত্মক সংহতি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীম আজ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিলের ঘোষণা দিয়েছেন।’
এর আগে শনিবার বিকালে সরকার পতনের এক দফা দাবিতে শেষ লড়াইয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।
শায়খে চরমোনাই বলেন, ‘শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়। এখন একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশ শুরুর আগে বায়তুল মোকাররম থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি হাইকোর্ট মাজার মোড় হয়ে আবারও পল্টন মোড়ের দিকে যায়। পল্টন মোড় হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ করা হয়।
সমাবশের আগে পল্টন মোড়ে অস্থায়ী মঞ্চে ভাষন দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসেডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী ইছহাক মোহাম্মদ আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী প্রমুখ।
সমাবেশে ফয়জুল করীম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে আমরা আগেও ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এই আন্দোলন কোনো ব্যক্তি গোষ্ঠীর নয়। এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন, মানুষের জীবন বাঁচানো ও নিরাপত্তার আন্দোলন। আন্দোলনকে বন্ধ করার জন্য খুনি শেখ হাসিনার সাথে যদি কেউ লিঁয়াজো করে বা বসে তাহলে আমরা মনে করব তারা দালাল।’
ইসলামী আন্দোলনের এই সিনিয়র নেতা আরও বলেন, ‘আমরা শুধু এখন একটি সংবাদের অপেক্ষায় আছি; কোনদিন কোন সময় শেখ হাসিনা পদত্যাগ করবে। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এ সময় প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই শেখ হাসিনা সরকারকে আপনারা কেউ সহযোগিতা করবেন না। তাকে সহযোগিতা করলে মনে করব আপনারা নিজেদের খুনি হিসেবে স্বীকার করে নিয়েছেন।’
সমাবেশ থেকে সোমবার সকাল ১১টায় গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর রাতেই পৃথক ঘোষণায় রবিবার বিকালেও দলের আমিরের নেতৃত্বে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়।
নিউজ /এমএসএম