বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

আল্লাহ জীবন দিয়েছেন, নিয়েও নেবেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৬ এই পর্যন্ত দেখেছেন

নিজের জীবননাশের প্রচেষ্টা আগের ঘটনার মতো বারবার আসতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিন্তু আমি পাত্তা দিই না। আল্লাহ জীবন দিয়েছেন এবং তিনি তা নিয়েও নেবেন। জনগণের কল্যাণে যা যা করা দরকার আমি সবই করব।’

বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ও সরকারি সম্পত্তি ধ্বংসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের আড়ালে জঙ্গিরা তাদের হিংস্র দাঁত দেখিয়েছে।

May be an image of 1 person, crowd and text

শেখ হাসিনা বলেন, ‘আমি প্রত্যেকটি জিনিসের (হত্যাযজ্ঞের) তদন্ত চাই যে, এর পেছনে কারা রয়েছে এবং কীভাবে এবং কী কী ঘটনা ঘটেছে।’

প্রতিটি বিষয়ে তদন্তের জন্য জাতিসংঘকে তাদের বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘যদি কোনো দেশ চায়, তারা বিশেষজ্ঞও পাঠাতে পারে। আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত চাই। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন ধ্বংসস্তুপে রূপ নেওয়ার আগে পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে সহনশীল আচরণ করেছে। তারা মিছিল করে যেখানে যেতে চেয়েছে, তাদের সেখানে যেতে দিয়েছে। তিনি নিজেও আইনশৃংখলা বাহিনীকে তাদের নিরাপত্তা প্রদানের জন্য বলেছেন।

May be an image of ‎8 people, dais and ‎text that says '‎১৫ জমব জাতায় আলোচ আগস্ট (বুস্ছায় রচেদন কমৃচি, শেখ বাংলাদেশ ל আগস্ট গণপ্জাতজ্রী সমীর চন্দ প্রধান অতিথি কৃষ্করত্বন মাননীয় প্রধানমন্ত্রী, স্মৃতি এম সভাপতি g কৃষিবিদ উম্মে কুলসুম মটিকা সঙালনায় : এ্যাড. জালিম: আগস্ষ্ ২০২৪, বুহস্পক্তিবার, সকাল 00.٢٥ বাংলাদে বাংলাদেশ আোওয়ামা ল্াগেন্ন সভরপতি কযরন বঙ্গবন্দুকন্া প্রখানমত্রা শেখ হাসিনা মুহসপ জবার )0) ড্োাগস্ট 028) কু্ষাবদ ইনস্টাটতশনে আসন্ আাতায় শোক দকস ভপলাদ্ষ্ বাংলাদেশ আয়ে බෝලවංකන هت ন্বেচ্ছান্ত রতদান কণসুচি আলাচন দোয়া মাহফলে দোয়া মোনার্নত্ ইয়সিন কমির জয়লোকাস বাংলা লা নিউজ‎'‎‎

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শিক্ষক ও অভিাবকদের বলেছিলাম যে, আপনাদের সন্তানদের জীবনের ঝুঁকি রয়েছে, আপনারা সন্তানদেরকে বের হতে দিয়েন না। কারণ আমি তো জানি এ দেশে জঙ্গিবাদী বা সন্ত্রাসি গোষ্ঠী কতদূর কী করতে পারে। আমি তাদেরকে সতর্ক করেছি যে, আপিল বিভাগের রায়ে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না। তাদের যেটা দাবি সেটা এসে যাবে। কারণ আদালত ও আইন মেনেই সকলকে চলতে হয়।’

সরকারপ্রধান বলেন, তারপরেও আজকে বাংলাদেশে এতগুলো প্রাণ যে ঝড়ে গেল, এর দায় দায়িত্ব কার? একটা জিনিষ গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু জীবন গেলে তো আর ফিরে পাওয়া যায় না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102