শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত আল্লাহর ওয়াস্তে মানুষের খেদমত করুন দেড় বছরেও চালু হয়নি বাল্লা স্থলবন্দর পঞ্চগড় রেললাইনের পাশ থেকে ধর্ষিতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির ও খৎনা কর্মসূচি অনুষ্ঠিত পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ ছাতকে তারুণ্যের উৎসবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে গুরুত্বপূর্ণ উপাদান- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বুধবার ফুলতলী ছাহেব ক্বিবলাহর ঈসালে সাওয়াব মাহফিল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এসেছে ভারতের ১০৫ মেট্রিকটন চাল

গণগ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে কারণে সৃষ্ট সহিংসতার পরে বিভিন্ন মামলায় গণগ্রেপ্তার করা হচ্ছে না । কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার তথ্য-প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে। অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষীসাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি, তাদেরই গ্রেপ্তার করছি। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায় আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ তাকে ছেড়ে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তার সভাপতিত্বে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তারা প্রাণহানি ঘটিয়েছে। এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহী। আমরা সবকিছুর নিন্দা জানাই। তাই তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে। তবে আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করব না উল্লেখ করে তিনি জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আগামী চার দিন, অর্থাৎ বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ চার দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

সবশেষে ব্রিফিংয়ে মন্ত্রী রাজধানী ঢাকাসহ চার জেলায় কারফিউ আরো শিথিলের কথা জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102