স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে কারণে সৃষ্ট সহিংসতার পরে বিভিন্ন মামলায় গণগ্রেপ্তার করা হচ্ছে না । কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার তথ্য-প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে। অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষীসাবুদ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি, তাদেরই গ্রেপ্তার করছি। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায় আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরপরাধ তাকে ছেড়ে দেয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তার সভাপতিত্বে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তারা প্রাণহানি ঘটিয়েছে। এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহী। আমরা সবকিছুর নিন্দা জানাই। তাই তাদের বিরুদ্ধে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই হবে। তবে আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করব না উল্লেখ করে তিনি জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আগামী চার দিন, অর্থাৎ বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ চার দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।
সবশেষে ব্রিফিংয়ে মন্ত্রী রাজধানী ঢাকাসহ চার জেলায় কারফিউ আরো শিথিলের কথা জানান।
নিউজ /এমএসএম